রাতের ট্রেনে আতঙ্ক! দিল্লিগামী শিয়ালদহ রাজধানী এক্সপ্রেসে (Sealdah Rajdhani Express) চলল গু.লি, আত.ঙ্কে যাত্রীরা ।প্রাথমিকভাবে জানা যাচ্ছে ট্রেন বিহারের মাতারি (Matari , Bihar) ছাড়ার পর আচমকাই গুলি চলার শব্দ পান প্যাসেঞ্জাররা। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনে এক খলিস্তানি জঙ্গি গুলি চালায় বলে প্রাথমিক ভাবে মনে করা হলেও পরে জানা যায় সেনা জওয়ানের সার্ভিস রিভলবার থেকে গুলি চলে। ঘটনার কয়েক মুহূর্তের মধ্যে দ্রুত রেলের নিরাপত্তা কর্মীরা সেই ব্যক্তিকে আটক করেছেন বলে খবর। তবে এই ঘটনায় আরও একবার কাঠগড়ায় রেলের যাত্রী সুরক্ষা (Railway Passengers safety)।
২৪ ঘণ্টা আগেই বিহারের বক্সারে নর্থ ইস্ট এক্সপ্রেসের (North East Express Accident) বড় দুর্ঘটনার খবর সামনে আসে। এক রাত কাটতে না কাটতেই সেই বিহারেই ট্রেনে আতঙ্ক। কীভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে ট্রেনে জঙ্গি প্রবেশ করল তা এখনও স্পষ্ট নয়। তিনি শিয়ালদহ থেকেই উঠেছিলেন কিনা তাও খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা। ২৪ ঘণ্টা আগেই বিহারের বক্সারে নর্থ ইস্ট এক্সপ্রেসের (North East Express Accident) বড় দুর্ঘটনার খবর সামনে আসে। এক রাত কাটতে না কাটতেই সেই বিহারেই ট্রেনে আতঙ্ক। রেল সূত্রে খবর ওই জওয়ান হাওড়া দিল্লি রাজধানীর টিকিট কেটে এই ট্রেনে সফর করছিলেন। টিটি টিকিট দেখতে চাইলে বাদানুবাদ শুরু হয়। এরপরই তিনি গুলি করেন। যদিও কেউ আহত হয়নি। কোডারমা স্টেশনে তাঁকে নামিয়ে দেয় আরপিএফ।গতকাল অর্থাৎ বুধবার রাতে লাইনচ্যুত হয় নর্থ-ইস্ট এক্সপ্রেসের ২১টি বগি। দুর্ঘটনার পিছনে কি রয়েছে কোনও ষড়যন্ত্র? দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ভাঙা রেলওয়ে ট্র্যাক একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠিত হয়েছে।