দুঃসময় কাটছেই না মোদি ঘনিষ্ঠ গৌতম আদানিদের। হিন্ডেনবার্গ রিপোর্ট মামলা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানির আগে আদানিদের বিরুদ্ধে নয়া মামলার তদন্ত শুরু করেছে সিক্যুরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)। রয়টার্স সূত্রে খবর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসের এক সংস্থার সঙ্গে সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে আদানির সংস্থার বিরুদ্ধে। তবে আদানি গোষ্ঠীর তরফে দাবি করা হয়েছে, বিদেশি শক্তি অসৎ উদ্দেশ্যে তাদেরকে বদনাম করার চেষ্টা করছে।

ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসের তহবিলটির নাম গাল্ফ এশিয়া ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট। সূত্রের খবর, গাল্ফ এশিয়া ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের সঙ্গে আদানিদের কী সম্পর্ক তা নিয়ে তদন্ত করছে সেবি। এই সংস্থারই মালিক দুবাইয়ের ব্যবসায়ী নাসের আলি শাবান আহলির সঙ্গে শিল্পপতি গৌতম আদানির দাদা বিনোদ আদানির সম্পর্ক রয়েছে বলে খবর।
আদানিদের নিয়ে একটি রিপোর্ট প্রকাশ্যে এনেছে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড কোরাপশন রিপোর্টিং প্রোজেক্ট। সেই রিপোর্টে দাবি করা হয়েছে, গত কয়েক বছরে একাধিক অনথিভুক্ত সংস্থার সঙ্গে আদানিদের লেনদেন খুবই সন্দেহজনক। একইসঙ্গে বহু লেনদেন নিয়মবিরুদ্ধ হতে পারে। মরিশাসের বিভিন্ন সংস্থা নাকি আদানি গোষ্ঠীর শেয়ার সন্দেহজনকভাবে বিনিয়োগ করেছে। যদিও এর তদন্ত করবে সেবি। তবে বিরোধী দলগুলি ব্যাপক খোঁচা দিচ্ছে আদানই গোষ্ঠীকে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ কটাক্ষ করে জানিয়েছেন,”অনিয়মের পর অনিয়মের অভিযোগ উঠছে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। তাই বাঁচার জন্য আদানিরা এখন দেশপ্রেমকে হাতিয়ার করতে চাইছে।”










































































































































