পুজোর আগে লাগাতার বৃষ্টি, একাধিক রাস্তায় গর্ত, ফলে তীব্র যানজট রাস্তায়। এই পরিস্থিতি চলতে থাকলে পুজোতে আরও সমস্যা বাড়তে পারে। নবান্ন (Nabanna) সূত্রে খবর, সেই বিষয়ে সতর্ক করে পূর্ত দফতরকে চিঠি দিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)।
পুজোর সময় বিপুল জনসমাগম হয় কলকাতায়। প্রতিবছরেই সেই সময় অতি দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামল দেয় কলকাতা পুলিশ ও ট্রাফিক পুলিশ (Kolkata Police)। কিন্তু রাস্তা যদি খারাপ থাকে তাহলে যানজটের আশঙ্কা বেড়ে যায়। রাস্তার খানাখন্দের জন্য পুজোর সময় ট্রাফিক ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে সেই দিকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেখানে রাস্তা ভেঙেছে বা গর্ত হয়েছে সেখানে পুজোর আগেই জরুরি ভিত্তিতে প্যাচওয়ার্কের কাজ করে দিতে হবে বলে নবান্নের তরফে জানানো হয়েছে।
নবান্নে বজবজ ট্রাঙ্ক রোডের অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাত-দিন কাজ করে দ্রুত রাস্তা মেরামতির নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে প্রয়োজন সেখানে বিভিন্ন জেলার ইঞ্জিনিয়ারদের সঙ্গে অবিলম্বে বৈঠকের নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে।