পুজোর আগে স্বস্তি চেয়েছিলেন। কলকাতা হাই কোর্টে জামিনের আবেদনও জানান নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের পুত্র সৌভিক ভট্টাচার্য। উচ্চ আদালতে তাঁর আবেদনের শুনানিও শেষ হয়েছে। কিন্তু রায়দান আপাতত স্থগিত রেখেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী সপ্তাহে মঙ্গলবার এই মামলার রায় ঘোষণা করা হতে পারে।
বৃহস্পতিবার আদালতে সৌভিকের আইনজীবী জিষ্ণু সাহা জানান, হেফাজতে নেওয়ার পর থেকে আট মাসে মাত্র এক বার তাঁর মক্কেলকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তাঁর বিরুদ্ধে ক্লাবের মাধ্যমে টাকা নেওয়ার যে অভিযোগ উঠেছে, তা-ও সম্পূর্ণ মিথ্যা। পুজোর আগে অন্তত কিছুটা স্বস্তি দেওয়া হোক।
বিচারপতি ঘোষের বক্তব্য, মানিকের স্ত্রী শতরূপার অ্যাকাউন্টে অভিযোগের টাকা পাওয়া যায়নি। কিন্তু এ ক্ষেত্রে মামলাকারী কিছু কলেজের সঙ্গে যুক্ত। সেখানে টাকাও নেওয়া হয়েছিল। সে দিকগুলি বিচার করা প্রয়োজন।