নর্থ-ইস্ট এক্সপ্রেস দু.র্ঘটনার পিছনে কোনও না.শকতা রয়েছে ? উচ্চ পর্যায়ের ত.দন্তের নির্দেশ

0
6

করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি উস্কে বিহারে ঘটল বড়সড় দুর্ঘটনা। বুধবার রাতে বিহারের বক্সার জেলার রঘুনাথপুর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয় নর্থ ইস্ট এক্সপ্রেস। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ যাত্রীর। এই রেল দুর্ঘটনার পিছনে কোনও নাশকতা রয়েছে? দুর্ঘটনার মূল কারণ খুঁজতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে রেলের তরফে।

রেলওয়ে বোর্ডের তরফে দুর্ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে বিশেষ দলও। জানা গিয়েছে, ২টি এসি থ্রি টায়ার কোচ উল্টে যায় এবং চারটি বগি লাইনচ্যুত হওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে। মোট ২১টি বগি লাইনচ্যুত হয়। ইতিমধ্যেই রেলের শীর্ষ আধিকারিকদের একটি দল তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, দুর্ঘটনাস্থলে একাধিক জায়গায় রেল লাইন ভাঙা রয়েছে। ফলে এই দুর্ঘটনার পিছনে নাশকতার ছক উড়িয়ে দিচ্ছে না রেল বোর্ড।

বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ দিল্লি থেকে কামাখ্যা গামী নর্থ-ইস্ট এক্সপ্রেস বিহারের রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। একটি বগি উল্টে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বক্সারের জেলা স্তরের আধিকারিক ও চিকিৎসকরা। দুর্ঘটনায় জখম হয়েছেন কমপক্ষে ৮০ জন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।