প্যালেস্তাইনের সার্বভৌম, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে সমর্থন করে ভারত। ইজরায়েল ও প্যালেস্তাইনের যুদ্ধের মাঝেই এবার ভারতের অবস্থান ব্যাখ্যা করলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী। ইজরায়েলে হামাসের হামলাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে জঙ্গি হামলা আখ্যা দেওয়ার পর বিদেশমন্ত্রকের এই মন্তব্য স্বাভাবিকভাবেই কূটনৈতিক মহলে শোরগোল ফেলেছে।

এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, “ইজরায়েল ও প্যালেস্তাইন নিয়ে ভারতের অবস্থান আগের জায়গাতেই রয়েছে। ভারত সর্বদা প্যালেস্তাইনকে সার্বভৌম, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আলোচনা পুনরায় শুরু করার জন্য বলে এসেছে ভারত। তারা যাতে স্বীকৃত সীমান্তের মধ্যে ইসরায়েলের সঙ্গে শান্তিতে বসবাস করে। ভারতের সেই অবস্থান এখনও একই রয়েছে। প্রসঙ্গত, গত ৭ অক্টোবর প্যালেস্তাইনে হামাসের তরফে ইসরায়েলে রকেট হামলা পর প্যালেস্তাইন ইস্যুতে ভারতের পক্ষ থেকে এটাই প্রথম বিবৃতি।
উল্লেখ্য, ইজরায়েল ও হামাসের মধ্যে চলতে থাকা যুদ্ধ নিয়ে এর আগে দু’বার মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’বারই ইজরায়েলে হামাসের রকেট হামলার নিন্দা করে এই ঘটনাকে জঙ্গি হামলা বলে আখ্যা দেন তিনি। এর পর ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে তিনি জানান, এই কঠিন সময়ে ইজরায়েলের পাশে রয়েছে ভারতবাসীরা। প্রধানমন্ত্রীর সেই মন্তব্যের পর প্যালেস্তাইন ইস্যুতে বিদেশমন্ত্রকের এই মন্তব্য স্বাভাবিকভাবেই শোরগোল ফেলেছে। তবে এবিষয়ে কূটনৈতিক মহলের বক্তব্য, ভারত ইজরায়েল এবং প্যালেস্তাইন দুই রাষ্ট্রকেই সমর্থন করে। ইজরায়েল এবং প্যালেস্তাইনকে ভালো প্রতিবেশী হিসেবে দেখে। আর সেই পথেই ভারতের নীতি আলোচনার মাধ্যমে সীমান্ত ভাগ করে দুই দেশের সহাবস্থান।










































































































































