চেন্নাই থেকে ইতিমধ্যে আহমেদাবাদ এসে পৌঁছেছেন শুভমন গিল। বৃহস্পতিবার সকালে আহমেদাবাদ আসেন গিল। আর সূত্রের খবর আহমেদাবাদ পৌঁছে অনুশীলনে নেমে পড়েছেন ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার। দীর্ঘক্ষণ নেটে ব্যাট হাতে অনুশীলন করেন তিনি। বিশ্বকাপ শুরুর আগে ডেঙ্গিতে আক্রান্ত হন শুভমন। খেলতে পারেননি অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান ম্যাচ। এমনকি প্লেটলেট কমে যাওয়ায় হাসপাতালেও ভর্তি করানো হয়েছিল গিলকে।
আগামি শনিবার ভারত-পাকিস্তান ম্যাচ। সেই ম্যাচের আগে ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন জাগে পাকিস্তানের বিরুদ্ধে শুভমন খেলবেন কিনা? আর তার মধ্যেই অনুশীলনে দেখা গেল ভারতীয় তরুণ ওপেনারকে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার ভরদুপুরে আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রায় ঘণ্টাখানেক অনুশীলন করেন তরুণ ওপেনার। ব্যাটিংয়ের পাশাপাশি বেশ কিছুক্ষণ ফিল্ডিংও করতে দেখা যায় তাঁকে। সূত্রের খবর, গিলের অনুশীলনের জন্য কয়েক জন নেট বোলারকে ডাকা হয়েছিল। সেই সঙ্গে ছিলেন থ্রো ডাউন স্পেশালিস্টও।
এদিন প্রথমে ব্যাট হাতে বেশ কিছুক্ষণ অনুশীলন করেন শুভমন। তারপর ফিল্ডিং করতেও দেখা যায় তাঁকে। এবং তাতেই মনে করা হচ্ছে, পুরোপুরি ম্যাচ ফিট হওয়ার দিকে দ্রুত এগোচ্ছেন তরুণ ওপেনার। এখন দেখার পাকিস্তানের বিরুদ্ধে নামতে পারেন কিনা তিনি।
আরও পড়ুন:পাকিস্তান ম্যাচের আগে আহমেদাবাদ পৌঁছালেন শুভমন গিল : সূত্র