ইজরায়েলি বায়ুসেনাকে মো.ক্ষম জবাব হা.মাসের! আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে ‘অপারেশন অজয়’

0
1

সময় যত গড়াচ্ছে ততই ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। ইতিমধ্যে অন্ধকারে মুখ ঢেকেছে গাজা (Gaza Strip)। ধীরে ধীরে নরকের হাল প্রকট হচ্ছে যুদ্ধবিধ্বস্ত দেশটির। এবার ইজরায়েলি (Israel) বায়ুসেনাকে মোক্ষম জবাব দিল হামাস (Hamas)। দিনকয়েক আগেই গাজায় প্যালেস্তেনীয় শরণার্থী শিবিরে অতর্কিতে হামলা চালায় ইজরায়েলি সেনা। বৃহস্পতিবার তারই পাল্টা দিল হামাস। এদিন ইজরায়েলের প্রধান প্রশাসনিক কেন্দ্র তেল আভিভে রকেট হামলা চালানোর অভিযোগ উঠেছে হামাসের বিরুদ্ধে। যদিও হামাস এক লিখিত বিবৃতিতে হামলার কথা স্বীকার করেছে।

সোমবার বিকেলেই প্যালেস্টাইনের শরণার্থী শিবিরে ইজরায়েলি বায়ুসেনার আক্রমণের জেরে প্রাণ হারিয়েছেন নারী এবং শিশু-সহ শতাধিক প্যালেস্তেনীয় নাগরিক। যার পাল্টা বৃহস্পতিবার ভোরে আল-শাতি শরণার্থী শিবিরে হামলা চালাল হামাস। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ইজরায়েলের রাজধানী শহরে একাধিক রকেট ছোড়ে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। তবে হামাসের শীর্ষ স্থানীয় নেতা তথা দলের অন্যতম প্রতিষ্ঠাতা মাহমুদ আল জহর রীতিমতো হুঁশিয়ারির সুরে জানিয়েছেন, শুধু ইজরায়েল অধিকৃত প্যালেস্টাইনের ভূখণ্ড নয়, বিশ্ব জুড়ে আধিপত্য কায়েম করতে চায় হামাস। তিনি আরও জানান, আপাতত ইজরায়েল তাদের একমাত্র নিশানা। কিন্তু ইজরায়েলই শুধু নয়, গোটা বিশ্বকে শাসন করার অঙ্গীকার নিয়েছে এই জঙ্গি গোষ্ঠী।

এদিকে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে ইজরায়েলে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে বিমান পাঠানোর পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন অজয়’ (Operation Ajay)। বুধবার রাতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) নিজের এক্স হ্যান্ডেলে একথা জানিয়েছেন। জয়শঙ্কর লিখেছেন, ইজরায়েল থেকে ফিরে আসতে ইচ্ছুক ভারতীয়দের ফিরিয়ে আনতে অপারেশন অজয় শুরু করা হচ্ছে। বিশেষ চার্টার্ড উড়ান-সহ সব ব্যবস্থা রাখা হচ্ছে। বিদেশের মাটিতে আমাদের নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণের জন্য সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, শনিবার ভোর রাতে হামাসের হামলার পর থেকে অনেকেই কার্যত গৃহবন্দি হয়ে পড়েছেন। সেই তালিকায় রয়েছেন বেশ কিছু ভারতীয়ও (Indian)।