আজ জেলার ৮৩৬টি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

0
3

পায়ের চোট এখনও সম্পূর্ণরূপে সারেনি। চিকিৎসকদের পরামর্শে আপাতত বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন। এদিকে পুজো এসে গিয়েছে। প্রতিবছরই মহালয়ার (Mahalaya) দিন থেকে কলকাতার পুজোগুলির (Kolkata Puja) উদ্বোধন শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিভিন্ন মণ্ডপে গিয়ে দেবীর চোখও আঁকেন। কিন্তু এবার মহালয়ার আগেই পুজো উদ্বোধন শুরু করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী।

আজ, বৃহস্পতিবার বিকেলে কালীঘাটের বাড়ি থেকে কলকাতা ও জেলার বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করবেন তিনি। জানা গিয়েছে জেলার ৮৩৬টি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, মহালয়ার দিন বিকেল ৩টে নজরুল মঞ্চে প্রতিবারের মতো এবারও জাগো বাংলা শারদ সংখ্যার উদ্বোধন করবেন। তারপর কলকাতার বেশ কয়েকটি মণ্ডপে গিয়েও পুজো উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।