কামদুনি নিয়ে মিথ্যার রাজনীতি করছে বিজেপি, তোপ কুণালের

0
6

কামদুনির প্রতিবাদী হিসাবে পরিচিত মৌসুমী, টুম্পারা হাইকোর্টের এই রায়ের পর রাজনৈতিক উস্কানিতে পথে নামেন দুদিন আগেই। তাদের হয়ে ঘোলা জলে মাছ ধরতে রাস্তায় নামে রামধনু জোট। এই বিষয়টি নিয়ে দিল্লি পৌঁছেছেন মৌসুমী-টুম্পারা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ তাঁরা গিয়েছেন জাতীয় মহিলা কমিশনের অফিসে। সেখানে গিয়ে জাতীয় মহিলা কমিশনার রেখা শর্মার সঙ্গে দেখা করেছেন তাঁরা।নির্যাতিতা পরিবারের সঙ্গেই দিল্লি গিয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা।

এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, যিনি নারদা কাণ্ডে মিডল ম্যান ছিলেন তিনি তাদের গাইড করছেন। মিথ্যার রাজনীতি করছে বিজেপি। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। তারপরেও সেন্টিমেন্ট উস্কে দিল্লি যাত্রা।

কলকাতা হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার। কিন্তু বৃহস্পতিবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এসএলপি দায়ের করতে পারেন কামদুনির প্রতিবাদীরা। গতকাল দিল্লি পৌঁছে আইনজীবী বাসুরি স্বরাজের সঙ্গে দেখা করেছেন তাঁরা। কামদুনির ঘটনায় রাজ্য পুলিশের ব্যর্থতা দিল্লি অন্দরে কামদুনির প্রতিবাদীরা তুলে ধরতে পারেন বলে জানা যাচ্ছে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব রাজ্যের বিরোধী দলগুলি।