আজ বিকেলে ডে.ঙ্গি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক নবান্নে 

0
1

রাজ্যে ডেঙ্গি (Dengue)পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষ করে কলকাতা (Kolkata), উত্তর ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ জেলায় আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। এই অবস্থায় আজ বিকেল ৪টের সময় নবান্নে (Nabanna) উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)। বিভিন্ন জেলার জেলাশাসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের এই বৈঠকে থাকতে অনুরোধ করা হয়েছে।

রাজ্যে ডেঙ্গি আক্রান্ত প্রায় ৫৪ হাজার ছুঁইছুঁই। পুজোর মুখে ডেঙ্গির দাপটে চিন্তার ভাঁজ স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে। সেক্ষেত্রে আজকের এই বৈঠকে রাজ্য সরকারের তরফে নতুন করে কোনও অ্যাডভাইসারি প্রকাশ করা হয় কিনা সেটাই দেখার। ডেঙ্গি মোকাবেলায় প্রশাসনকে আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কলকাতায় সংক্রমণ গত সপ্তাহে সবথেকে বেশি বেড়েছে। প্রায় ৭ হাজার ছাড়িয়েছে বলে খবর।উত্তর ২৪ পরগনায় সংক্রমণ কিছুটা লাগাম টানতে পারলেও সেখানে এখনও সংক্রমনের সংখ্যা প্রায় ১২ হাজারের কাছাকাছি। মুর্শিদাবাদ জেলায় সংক্রমণ ৬ হাজার ছাড়িয়েছে। আজ বিকেলে সব জেলার জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, সব হাসপাতালে সুপারদের নিয়ে জরুরী ভিত্তিতে বৈঠক করবেন মুখ্যসচিব।