সাতসকালে শু.টআউট, জনবহুল এলাকায় খু.ন সু.দের কারবারি

0
1

আসানসোলের কুলটিতে (Kulti, Asansole) সুদের কারবারিকে গুলি করে খুন। চা খেতে যাওয়ার পথে বাড়ির সামনেই চিনাকুড়ি মোড়ের (Chinakuri Area) কাছে আচমকা হামলা। বাইকে চড়ে এসে সামনে থেকে পরপর ৬ রাউন্ড গুলি চালানোর অভিযোগ। মৃতের নাম শম্ভুনাথ পণ্ডিত, বয়স ৫৫। প্রত্যক্ষদর্শীদের বয়ান নিয়ে আততায়ীর খোঁজ করছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, সকাল সোয়া ৭টা নাগাদ প্রতিদিনের মতো বাড়ি থেকে বেরিয়ে চায়ের দোকানে যাচ্ছিলেন বছর পঞ্চাশের ওই সুদের কারবারি। অভিযোগ, বাইকে চড়ে এসে কয়েকজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছে কুলটি থানার পুলিশ।