আফগানিস্তানের বিরুদ্ধে শার্দূলের অসাধারণ ক্যাচ দেখে অবাক ক্রিকেট বিশ্ব

0
1

বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ ইতিমধ্যেই জমজমাট। এই ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ পেয়েছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার শার্দূল ঠাকুর। ইতিমধ্যেই তিনি বাউন্ডারি লাইনে অসাধারণ একটি ক্যাচ ধরেছেন। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।আফগানিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত এই ক্যাচ ধরে আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন তিনি। শার্দূলের এই প্রচেষ্টা দেখার পর সকলেই বাহবা দিয়েছেন। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে প্রথমে তিনি শূন্যে শরীর ছুঁড়ে দেন। আর সঙ্গে ক্যাচটাও তালুবন্দি করেন।

শার্দূলের এই ক্যাচ দেখে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট সমর্থকেরা কার্যত প্রশংসার বন্যা বইয়ে দিচ্ছেন। আসলে আফগানিস্তানের ১৩তম ওভারে বল করতে এসেছিলেন হার্দিক পান্ডিয়া। ওভারের চতুর্থ ডেলিভারিতে রহমানউল্লাহ গুরবাজ একটি শট ছক্কা উদ্দেশ্যে মেরেছিলেন। কিন্তু, বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে বাতাসে শরীর ছুঁড়ে দিয়ে শার্দূল ঠাকুর একটি অনবদ্য উইকেট শিকার করেন।আফগানিস্তানের ওপেনিং ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ বিশ্বাসই করতে পারছিলেন না যে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে শার্দূল ঠাকুর তাঁর ক্যাচটা তালুবন্দি করেছেন। আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ২১ রান করে আউট হয়ে গিয়েছেন।