প্রাথমিক নিয়োগ মামলায় কেন্দ্রীয় এজেন্সির ডাকে সাড়া দিয়ে CGO কমপ্লেক্সে হাজির রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। বুধবার সকাল ১০.৫৫ মিনিটে ED অফিসে পৌঁছে যান তিনি। সকাল থেকেই সিজিওর সামনে পুলিশি তৎপরতা লক্ষ্য করা যায়। ED যে সময় দিয়েছিল তার মধ্যেই নিয়ম মেনে কেন্দ্রীয় এজেন্সিতে পৌঁছে গেলেন রুজিরা (Rujira Banerjee)।
নিয়োগ মামলার তদন্তে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে। এর আগেও তাঁকে কেন্দ্রীয় সংস্থার তরফে ডাকা হলে প্রত্যেকবারই তিনি সহযোগিতা করেছেন। অন্যদিকে হাইকোর্টের নির্দেশ মেনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)–কে ২০০০ পাতার নথি ও তথ্য জমা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর গতকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাত ১২টার আগেই নথি জমা করেছেন তৃণমূল কংগ্রেসের ডায়মন্ডহারবারের সাংসদ।