ইজরায়েল প্যালেস্টাইনের যুদ্ধে (Israel Palestine War) এবার নিজের বোনকে হারালেন জনপ্রিয় টিভি অভিনেত্রী (TV actress) মধুরা নায়েক (Madhura Naik)।শোকপ্রকাশ করেছেন নেটপাড়ার বাসিন্দারা। সমাজমাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন যে ইজরায়েলে (Israel) তাঁর তুতো বোন ও তাঁর স্বামীকে নির্মমভাবে সন্তানদের চোখের সামনেই মেরে ফেলা হয়েছে। রবিবার তাঁদের দেহ উদ্ধার হয়।

মধুরা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁর তুতো বোন, তাঁর স্বামী ও সন্তানদের সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। ‘সন্ত্রাসবাদী হামলায় আমাদের প্রিয় বোনকে হারানোর ঘটনায় আমি গভীরভাবে শোকাহত’ , লেখেন অভিনেত্রী। পাশাপাশি তিনি সমাজ সচেতন ব্যক্তি এবং রাষ্ট্রপ্রধানদের কাছে অনুরোধ করেছেন এই কঠিন সময়ে ইজরায়েলের জনগণের পাশে দাঁড়ানোর জন্য। শনিবার গাজা উপত্যকায় জঙ্গি সংগঠন হামাস ও ইজরায়েলের মধ্যে পুরোদমে যুদ্ধ শুরু হয়েছে। দুপক্ষের তরফেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, আটক বহু সাধারণ মানুষ। ইতিমধ্যেই ৩০০০ মানুষের মৃত্যু হয়েছে। আহত ৮ হাজারের বেশি। হামাসের হামলায় ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে ভারত আমেরিকা। বাইডেন থেকে মোদি, প্রত্যেকেই ইজরাইলের প্রধানমন্ত্রীকে সাহায্যের আশ্বাস দিয়েছেন এবং হামাসকে জঙ্গি গোষ্ঠী বলে আখ্যা দিয়েছে ওয়াশিংটন। তবে এসবের মাঝে মধ্যপ্রাচ্য সত্যি যেন আজ মৃত্যু পুরী।






































































































































