বাঙালির শ্রেষ্ঠ উৎসব এখন বিশ্বের দরবারে সমাদৃত। আগেই ইউনেস্কোর সম্মান আদায় করেছে কলকাতার দুর্গাপুজো। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত বিসর্জনের
কার্নিভাল এই উৎসবে অন্যমাত্রা যোগ করেছে। এবছরও কলকাতার বিভিন্ন প্রতিমা ও পুজো মণ্ডপগুলি অভিনব ভাবনায় সেজে উঠছে। কলকাতার দুর্গাপুজোর আকর্ষণ বিদেশিদের কাছেও কম নয়। আজ, বুধবার থেকেই তাই ঠাকুর দেখা শুরু কলকাতায়। যা নজিরবিহীন। কারণ, এখনও পুজো উদ্বোধন হয়নি। মণ্ডপও সেজে ওঠেনি সম্পূর্ণভাবে। কলকাতার পুজো দেখতে এবার ১২টি দেশের প্রতিনিধি আসছেন। তাঁরাই আজ থেকে বেরিয়ে পড়ছেন ঠাকুর দেখতে।
ইউনেস্কো, ব্রিটিশ কাউন্সিল এবং এক বেসরকারি সংস্থার উদ্যোগে কলকাতার পুজো দেখা শুরু আজ থেকেই। ১১ থেকে ১৫ তারিখের মধ্যে শহরের নামকরা ২৬টি পুজো দেখবেন বিদেশ থেকে আসা অতিথিরা। আজ প্রথমদিনই থাকছেন পাঁচটি দেশের রাষ্ট্রদূতরা। ঐতিহ্যবাহী টাউন হলে পুজো সংক্রান্ত একটি প্রদর্শনী দেখে টালা প্রত্যয়ের মণ্ডপ থেকেই পুজো দেখা শুরু করবেন বিদেশি অতিথিরা।
জার্মানি, বেলজিয়াম, আয়ারল্যান্ড, গ্রিস, অস্ট্রেলিয়া, নেপাল, ফিজি, মঙ্গোলিয়ার মতো দেশের প্রতিনিধিরা আজ থেকেই বেরিয়ে পড়ছেন ঠাকুর দেখতে। দক্ষিণ কলকাতার পুজোগুলির মধ্যে চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, ত্রিধারা সম্মিলনী, দেশপ্রিয় পার্কের পাশাপাশি বেহালার এবং উত্তরে দমদম পার্কের দিকের বেশ কয়েকটি বড় পুজো দেখবেন বিদেশ থেকে আসা প্রতিনিধিরা। কথা বলবেন থিম শিল্পীদের সঙ্গেও।





































































































































