নিয়োগ মামলায় নতুন করে ফের পার্থকে জে.রা করবে সিবিআই

0
3

নিয়োগ মামলায় ১৪ মাস জেলবন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।এই সময়ের মধ্যে একাধিকবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে জামিন চেয়েছেন। কিন্তু জামিন মঞ্জুর করেনি আদালত।এবার পুজোর মুখে  নতুন করে ফের অস্বস্তি বাড়ছে পার্থর।কারণ, নতুন করে ফের একবার প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেরা করতে চায় সিবিআই। আজ বুধবার এই মর্মে আদালতে সিবিআইয়ের তরফে এমনই আবেদন জানানো হয়েছে। আর সেই আবেদন আদালত মঞ্জুরও করেছে।

আর এরপরেই তাঁকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি সিবিআইয়ের তরফে শুরু হয়েছে। জানা গিয়েছে, জেলে গিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেরা করবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এই বিষয়ে সিবিআইকে সবরকম ভাবে সাহায্য করবেন বলে জানিয়েছেন জেলবন্দি প্রাক্তন তৃণমূল মহাসচিব।

তবে নিয়োগ দুর্নীতির তদন্তে  নতুন কোনও তথ্যের বিষয়ে তাঁর কিছু জানা নেই বলেই জানিয়েছেন তিনি। তবে কবে সিবিআই আধিকারিকরা জেলে গিয়ে জেরা করবেন তা জানা যায়নি। নিয়োগ মামলার তদন্তে আজ বুধবার ফের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে তোলা হয়। আর সেই মামলার শুনানিতেই ফের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেরা করতে চেয়ে আবেদন জানায় সিবিআই।তাদের দাবি, দুর্নীতির তদন্তে একাধিক নতুন তথ্য উঠে এসেছে। আর সেই সমস্ত তথ্য যাচাইয়ের প্রয়োজন আছে। আর সেই কারনে পার্থ চট্টোপাধ্যায়কে ফের জেরার প্রয়োজন আছে।

প্রসঙ্গত, নিয়োগ মামলার তদন্ত নিয়ে গত কয়েকদিনে আদালতে একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। কখনও নিম্ন আদালত আবার কখনও কলকাতা হাইকোর্ট তদন্তের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। এদিন মামলার শুনানিতে পার্থ চট্টোপাধ্যায়কে ফের নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড বলে দাবি করেছে সিবিআই।এখন দেখার নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়কে ফের জেরা করে সিবিআই নতুন কোনও তথ্য পায় কিনা তা সময়ই বলবে।