পুজোর আগে আদৌ কমবে বৃষ্টি? কী পূর্বাভাস হাওয়া অফিসের

0
1

বিগত দুদিন রাজ্যের বেশির ভাগ জেলাতেই ঝলমলে আকাশ ছিল। সোমবার সকাল থেকেও আকাশ মোটামুটি পরিষ্কার। তবে আবহাওয়া অফিস (Weather Office) সূত্রে খবর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে। আগামী দু’ঘণ্টায় উত্তর ২৪ পরগণার একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস সূত্রে খবর সোমবার রাজ্যে বৃষ্টির সম্ভাবনা তেমন না থাকলেও উত্তর-দক্ষিণের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রপাত সহ সাময়িক বৃষ্টি (Rain) হতে পারে।


তবে হাওয়া অফিস আরও জানিয়েছে, সোমবার থেকেই কলকাতা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কিন্তু সোমবার সামান্য বৃষ্টি হলেও মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। আর সেকারণেই বাড়বে তাপমাত্রা। তবে উত্তরবঙ্গে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার শুধুমাত্র কালিম্পঙের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বজ্রবিদ্যুৎ-সহ সামান্য বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতেও। তবে মঙ্গলবারও উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানা গিয়েছে।