ম.র্মান্তিক! ফ্রিজের কম্প্রেসর ফে.টে বেঘোরে প্রা.ণ গেল একই পরিবারের ৫ জনের

0
1

মর্মান্তিক,বাড়ির মধ্যেই ফ্রিজের কম্প্রেসর ফেটে মৃত্যু হল একই পরিবারে পাঁচজনের।মৃতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে।পাঞ্জাবের জলন্ধরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ফ্রিজের বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আগুন ধরে যায় গোটা বাড়িতে। সেখানেই বেঘোরে পুড়ে মৃত্যু হয় পাঁচ জনের।

ঘটনার সূত্রপাত রবিবার রাতে। জলন্ধরের অবতার নগর এলাকায় একটি বাড়িতে ফ্রিজের কম্প্রেসর ফেটে যায়।ঘটনার সময় বাড়িতে ছিলেন ৭০ বছর বয়সি যশপাল ঘাই ও ৪০ বছর বয়সি রুচি ঘাই, ১৪, ১২ ও ১০ বছর বয়সি তিন কিশোর-কিশোরী।

গোটা বাড়ি দাউ দাউ করে জ্বলতে থাকে।পুলিশ কোনও মতে বাড়ির ভিতর থেকে পাঁচজনকে উদ্ধার করে।দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীনই পাঁচজনের মৃত্যু হয়।কীভাবে ফ্রিজের কম্প্রেসর ফাটল, সেখান থেকে কীভাবে আগুন ছড়াল তা খতিয়ে দেখতে নমুনা সংগ্রহ করছে ফরেন্সিক টিম।কেন এভাবে ফ্রিজের কম্প্রেসর ফেটে আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ।জানা গিয়েছে, যে ফ্রিজের কম্প্রেসর ফেটে বিপত্তি সেটি বেশ কয়েক বছরের পুরনো। কিন্তু কম্প্রেসর ফেটে এমন হতে পারে,তা ধারণা করতে পারেননি কেউই।