রাজ্যের বকেয়ার দাবিতে অভিষেকের নেতৃত্বে রাজভবনে ৩০ জন প্রতিনিধি

0
2

একের পর এক চিঠি তৃণমূলের। অবশেষে চাপে পড়ে সময় দিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। সোমবার বিকেল চারটে রাজভবনে তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ ৩০ জন প্রতিনিধি। ধর্নামঞ্চ থেকেই অভিষেক জানিয়ে দিলেন, অনুরোধ সত্বেও রাজভবনের ভিতরে সংবাদমাধ্যম তো দূরের কথা, মোবাইল ফোনও তাঁদের নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। বৈঠক সম্পর্কে বেরিয়ে এসে ফের ধর্নামঞ্চ থেকেই বিস্তারিত জানাবেন বলে জানালেন অভিষেক। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), কাকলি ঘোষ দস্তিদার, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন-সহ তৃণমূলের প্রতিনিধিরা এবং ৮ জন ভুক্তভোগী রাজভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন রাজ্যপালের সঙ্গে তৃণমূলের বৈঠকে উপস্থিত থাকুক সংবাদ মাধ্যমও। কিন্তু সেই আবেদন খারিজ করে দেওয়া হয় রাজভবনের তরফে। কোনও চিত্রগ্রাহক পর্যন্ত নিয়ে যাওয়ার অনুমতি মেলেনি। এমনকী অভিষেকদের মোবাইল ফোনও রেখে যেতে বলা হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, রাজ্যে দাবি আদায়ে যে কোনও রকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তিনি প্রস্তুত। সেই কারণেই সেভাবেই তাঁরা রাজভবনে গিয়েছেন। যাওয়ার আগে অভিষেক জানিয়ে গিয়েছেন কেন্দ্রের টাকা আটকে রাখা এবং আটকে রাখা টাকা ফেরতে সুদের বিষয় আইন উল্লেখ করে তাঁরা বৈঠকে জানাবেন।

বৈঠকে বসার আগে ধর্নামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, “আমরা ওনাকে ৭ তারিখ ইমেল করে জানিয়েছিলাম। ওনার পদকে সম্মান জানিয়ে আমরা সৌজন্য হিসেবে ৩ জনকে দার্জিলিং পাঠিয়েছিলাম।” তবে, রাজ্যপাল পাহাড় থেকে ফিরে রবিবার রাত নটা পঞ্চাশের সময় তাঁদের রাত দশটায় দেখা করার কথা বলেছিলেন বলে জানান অভিষেক। সেটা সম্ভব না হওয়ায় সোমবার সময় চান তৃণমূল নেতৃত্ব। সেই মতো চারটে রাজভবনে গিয়েছে তৃণমূলের প্রতিনিধিদল। সঙ্গে সারা বাংলা থেকে পাঠানো চিঠির বান্ডিলের একাংশ।