রাজ্যের বকেয়ার দাবিতে পঞ্চম দিনে পড়ল তৃণমূলের ধর্না কর্মসূচি। শেষ পর্যন্ত অভিষেকের দাবি মেনে রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ রাজভবনে অভিষেক সহ তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। ২০ মিনিটের বৈঠক শেষে রাজ্যপাল জানিয়েছেন যে ২৪ ঘণ্টার মধ্যে তিনি কেন্দ্রকে বিষয়টি নিয়ে কথা বলবেন।ধর্ণা মুলতুবি রাখার আর্জি জানিয়েছেন তৃণমূলের বর্ষীয়ান তিন নেতা।
এদিন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, প্রায় একসপ্তাহ ধরে অভূতপূর্ব একটি ধর্ণা।রাজ্যপাল যা বলেছেন, অভিষেক যা দাবি করেছে সব অভিষেক বলবেন। আমাদের প্রাণ ভরা আশীর্বাদ তোমার সঙ্গে। আবার আন্দোলন হবে। আমাদের দুটো প্রশ্ন আছে। এত অভূতপূর্ব ভাষায় এত কমান্ডিং ভাষায় এত সুন্দর করে বলেছেন সেটা দারুণ।আজ এখানেই শেষ বলে ঘোষণা করা হোক। আবার আমরা আসব সামনে। মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আছেন
তৃণমূলের বর্ষীয়ান বিধায়ক তথা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, রাজনীতিতে কৌশল বড় কথা। সেই কৌশলের প্যাঁচে আইনের প্যাঁচে যেভাবে তুলে ধরেছে অভিষেক যে, কাজ করেছি টাকা দাও। অভিষেক যা বলেছে সেটা ঠিক। দিল্লির কাছে সবটা তুলে ধরেছে।
এদিন সাংসদ সৌগত রায় বলেন, আমাদের যন্তর মন্তরে আন্দোলনের পর কৃষিভবন থেকে বের করে দেয়। হাজার হাজার মানুষ অংশ নেয়। অভিষেক বলেছিল রাজ্যপাল দেখা না করলে আমরা আন্দোলন চালিয়ে যাব। রাজ্যপালের সঙ্গে কী কথা হয়েছে অভিষেক বলবে। ও গত ৫ তারিখ থেকে ধর্নায়। একবারও বাড়ি যায়নি। অভিষেকের প্রতি আমাদের সমর্থন আশীর্বাদ আছে। তুমি এই ধরনা তুলে নাও। রাজ্যপাল কিছুদিন সময় চেয়েছে। আমি এই বয়সেও তুমি যা বলবে শুনব। আবার আন্দোলন করব। মমতা বন্দ্যোপাধ্যায় ও বলেছেন আপাতত এই ধরনা মুলতবি রাখতে।