কামদুনি মামলায় (Kamduni Case) কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court of India) রাজ্য। সোমবার ডিভিশন বেঞ্চের (Division Bench) রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন (Special Leave Petition) দাখিল করে হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ জারির আবেদন জানিয়ে দ্রুত শুনানির আর্জি জানানো হয় রাজ্যের তরফে। রাজ্যের দাবি ডিভিশন বেঞ্চের রায়ে উত্তাল হতে পারে পরিস্থিতি। আর সেকারণেই রাজ্যের আবেদনে সাড়া দিয়ে সোমবার কামদুনি মামলা জরুরি ভিত্তিতে শোনা হয় শীর্ষ আদালতের চার বিচারপতির বেঞ্চে। তবে সুপ্রিম কোর্ট এখনই হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ না দিলেও এদিন বেশ কয়েকটি নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।
সোমবার মামলাটি শুনানির জন্য সুপ্রিম কোর্টের বিচারপতি গভাইয়ের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চে ওঠে। তবে এদিন রাজ্যের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্টের বেঞ্চ বলে, আগে এই মামলার সব পক্ষের বক্তব্য শুনতে চায় তারা। তারপর স্থগিতাদেশ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে যে ফাঁসির সাজা প্রাপ্তকে বেকসুর খালাস করা হয়েছে, কেন তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না? হাই কোর্টের কাছে জানতে চেয়েছে শীর্ষ আদালত। উত্তর দেওয়ার জন্য সাত দিনের সময় বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। বেঞ্চ জানিয়েছে, এক সপ্তাহ পর আবার মামলাটি শুনবে সুপ্রিম কোর্ট। এদিন রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে সওয়াল করছিলেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল এবং আইনজীবী গোপাল শঙ্করনারায়ন। তাঁরাই সুপ্রিম কোর্টকে জানান, ধর্ষণের ঘটনায় ফাঁসির সাজা প্রাপ্ত এক আসামীকে বেকসুর খালাস করেছে হাই কোর্ট।
কামদুনির ধর্ষণ এবং খুনের মামলায় গত শুক্রবার রায় ঘোষণা করে কলকাতা হাই কোর্ট। এই মামলায় যে তিন জনের ফাঁসির নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত, মধ্যে এক জনকে বেকসুর খালাস করে হাই কোর্ট। বাকি দু’জনের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি আরও চার দোষী সাব্যস্তের সাজা মকুবও করে কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সোমবার সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। অবশ্য সোমবার শীর্ষ আদালত হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দেয়নি।