রবিবার ডুয়ার্সের বন্ধ বামনডাঙা চা বাগানে শ্রমিক ও শিশুদের হাতে তুলে দেওয়া হল নতুন পোশাক। এই সঙ্গে পেট ভরে খাওয়ানো হল প্রায় ৩৫০ দরিদ্র পরিবারের সদস্যদের। রবিবার ছুটির দিন ডুয়ার্সের বামনডাঙ্গা চা বাগানের বামনডাঙা টিজি প্রাইমারি স্কুলে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজোর আগে এই নতুন পোশাক তুলে দেওয়া হয়েছে।
পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে।রাজ্যের সর্বত্র পুজো পুজো গন্ধ।এই আবহে বন্ধ চা বাগান শ্রমিকদের মুখে হাসি ফোটাল মহারাজা মণীন্দ্র চন্দ্র কলেজের কয়েকজন অধ্যাপক ও পড়ুয়াদের মিলিত উদ্যোগ। রবিবার ডুয়ার্সের বন্ধ বামনডাঙা চা বাগানের শ্রমিক ও শিশুদের হাতে তুলে দেওয়া হল নতুন পোশাক।এরই পাশাপাশি,খাওয়ানো হল প্রায় ৩৫০ দরিদ্র পরিবারের সদস্যদের।
এই উপলক্ষ্যে রবিবার ডুয়ার্সের বামনডাঙ্গা চা বাগানের বামনডাঙা টিজি প্রাইমারি স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।পরিবারের সদস্যদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কজুর, নাগরাকাটা থানার আইসি কৌশিক কর্মকার।
কলকাতার মহারাজা মণীন্দ্র চন্দ্র কলেজের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও পড়ুয়ারা নিজেদের উদ্যোগে নতুন পোশাক ও খাবারের ব্যবস্থা করেন। এই নিয়ে ১৩ বছরে পদার্পণ করল তাঁদের এই উদ্যোগ। ওই কলেজের অধ্যাপক ও ছাত্র-ছাত্রীরা বলেছেন, “দুর্গাপুজোর সময় সবাই যখন উৎসবে মেতে ওঠে, তখন এদের কাছে কিছুই থাকে না। তাই আমরা আমাদের সাধ্য মতো পাশে থাকার চেষ্টা করলাম।”