নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে বাস! নৈনিতাল বেড়াতে গিয়ে ম.র্মান্তিক পরিণতি ৭ পর্যটকের

0
1

উত্তরাখণ্ডের (Uttarakhand) নৈনিতালে (Nainital) ভয়াবহ দুর্ঘটনা (Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গিয়ে পড়ল একটি যাত্রীবোঝাই বাস। শেষ পাওয়া খবর অনুযায়ী দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত কমপক্ষে ২৭ জন। তবে পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের। পুলিশ সূত্রে খবর, রবিবার রাত ৮টা নাগাদ নৈনিতালের কলাধুঙ্গি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে খবর, বাসটিতে মোট ৩৩ জন যাত্রী ছিলেন। তাঁরা সকলেই হরিয়ানার বাসিন্দা। নৈনিতালে বেড়াতে এসেছিলেন। হরিয়ানার হিসার থেকে নৈনিতালের উদ্দেশে বাসটি যাওয়ার পথেই দুর্ঘটনাটি ঘটে। এদিন পাহাড়ি রাস্তায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ১০০ মিটার গভীর খাদে পড়ে যায় বাসটি। দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে জোরকদমে উদ্ধার কাজ শুরু করে। সোমবার সকালেও সেখানে উদ্ধারকাজ চলছে বলে খবর। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)-এর সদস্যরাও ঘটনাস্থলে রয়েছেন বলে খবর। তবে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে কীভাবে বাসের চালক নিয়ন্ত্রণ হারালেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

এনডিআরএফ জানিয়েছে, এখনও পর্যন্ত ২৮ জনকে উদ্ধার করা গিয়েছে। এর মধ্যে নিহত সাত জনের দেহ শনাক্তকরণের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।