মরুরাজ্যে ২ নাবালিকার রহস্য মৃত্যু ঘিরে জোরালো হচ্ছে রাজনীতি। বন্ধুদের অত্যাচারের জেরে বিষ খেয়ে আত্মহত্যা করলেন দুই নাবালিকা। রাজস্থানের (Rajasthan ) পিপল খুন্টের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। প্রয়াত নির্যাতিতার বাবার অভিযোগ , হস্টেলে থাকাকালীন তাঁর মেয়েদের নাবালক অভিযুক্তরা বিরক্ত করতেন। দুই নাবালিকা এই নিয়ে রীতিমতো আতঙ্কে থাকতেন এবং সেই কারণেই এই চরম সিদ্ধান্ত বলে পরিবারের অনুমান। ইতিমধ্যেই অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ(Rajasthan Police)।
দুই নাবালিকার রহস্যমৃত্যু রাজস্থানের দুর্বল আইন ব্যবস্থার দিকটিকে ফের প্রকট গড়ে তুলল বলেই রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। মৃত্যু নিয়ে রাজনীতি করতে রাজ্যের গেহলট সরকারকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। পুলিশের তরফে জানানো হয়েছে যে ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল গোটা বিষয়টি খতিয়ে দেখছে। ঠিক কোন কারণের জন্য দুই নাবালিকা আত্মহত্যা করলেন তা নিয়ে কিছুটা হলেও ধোঁয়াশা বাড়ছে।