ধর্নার চতুর্থ দিন,দাবি আদায়ে অনড় তৃণমূল নেতৃত্বের নিশানায় রাজ্যপাল

0
1

বকেয়া আদায়ের দাবিতে আন্দোলনে তৃণমূল। দিল্লি থেকে ফিরে এবার  রাজভবনে সামনে ধরনায় বসেছেন অভিষেক। আজ, রবিবার সেই ধরনায় চতুর্থ দিন। অভিষেকের ঘোষণা, যতক্ষণ না রাজ্যপাল কলকাতায় এসে তাঁর সঙ্গে দেখা করবেন, ততক্ষণ ধরনা চলবে। এদিন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, মানুষের আন্দেলন চলবে। সেদিন ধরনা মঞ্চ থাকবে না , কিন্তু আন্দোলন চলবে। অধিকার চাইছি। যতক্ষণ না মোদি সরকারের উচ্ছেদ হচ্ছে,এই আন্দোলন চলবে।বাংলার ন্যায্য পাওনা দিচ্ছে না মোদি সরকার।মানুষের ছাদের টাকা দিচ্ছে না।বাংলার

ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেন, চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা আ্রছে অভিষেকের।গোটা দেশ জুড়ে প্রতিদিন প্রতি মূহূর্তে বিজেপি হিটলারি মনোভাব চালিয়ে যাচ্ছে।বাংলার ১৭ লক্ষ মানুষের জব কাজের টাকা আটকে রেখেছে।যতক্ষণ না রাজ্যপাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করছেন ততক্ষণ এই আন্দোলন চলবে।

সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, হঠাৎ করে একটা আন্দোলন হয়না। অভিষেকের নেতৃত্বে খেটে খাওয়া মানুষের জন্য ওই আন্দোলন চলবে।দিল্লিতে হেনস্থা করে আমাদের আন্দোলন বন্ধ করা যায়নি। এ লড়াই সংগ্রাম চলবে।যারা ১০০ দিনের কাজ করেছেন, তারা তাদের হকের টাকা পাচ্ছেন না।লড়াই করে সেই টাকা আমরা ছিনিয়ে আনব।

নাট্যকার অর্পিতা ঘোষ বলেন, এ লড়াই কোনও দলের লড়াই নয়। এ লড়াই বাংলার মানুষের লড়াই।মানুষের হকের টাকা কেন দেবে না মোদি সরকার? কেন লক্ষ লক্ষ মানুষ কাজ করেও তাদের টাকা পাবেন না।সাংসদ সৌগত রায় বলেন, অভিষেক আবার আমাদের মাটির সঙ্গে আন্দোলনকে জুড়ে দিয়েছে। ১০০ দিনের কাজের টাকা কেন বন্ধ করেছে , সেই প্রশ্নের উত্তর সংসদে দিথে পারেনি।২১ লক্ষের বেশি মানুষ কাজ করে টাকা পাননি। অথচ ১৫ দিনের মধ্যে টাকা দিয়ে দিতে হয়। দু বছরেও সেই টাকা পাননি।এখন আবার উপাচার্য নিয়োগ নিয়েও বিপাকে পড়েছেন রাজ্যপাল।