এশিয়ান গেমসে নজির, ১০৭ টি পদক নিয়ে চতুর্থ স্থানে শেষ করল ভারত

0
1

এশিয়ান গেমসে পদক জয়ের নজির গড়ে ভারত। এশিয়ান গেমসে ভারত মোট জয় করল ১০৭ টি পদক। আনুষ্ঠানিক ভাবে এশিয়ান গেমস রবিবার শেষ হবে। কিন্তু ভারতীয় খেলোয়াড়দের প্রতিযোগিতা শনিবারই শেষ হয়ে গিয়েছে। এশিয়াডের শেষে ভারতের দখলে ২৮টি সোনা, ৩৮টি রুপো এবং ৪১টি ব্রোঞ্জ। মোট ১০৭টি পদক নিয়ে শেষ করেছে চতুর্থ স্থানে।

এশিয়ান গেমসে তিরন্দাজি, শুটিংয়ের মতো ইভেন্টে শুরু থেকেই ভাল পারফর্ম করেছে টিম ইন্ডিয়া। এবারেও এই দুই ইভেন্টে দুর্দান্ত পারফর্ম করেছেন ভারতীয় তারকারা। স্রেফ শুটিংয়েই ভারত সোনা পেয়েছে ৮টি। তিরন্দাজিতে সোনা এসেছে ৬টি। চমকপ্রদভাবে এ বছর অ্যাথলেটিক্সে ভারত সোনা পেয়েছে ৬টি। রিলে রেস, স্টিপলচেজের মতো ইভেন্টে ঐতিহাসিক সোনা জিতেছে ভারত। এমনকী ট্র্যাক অ্যান্ড ফিল্ডেও এসেছে সোনা। জোড়া সোনা জিতেছে কবাডি থেকেও। এই প্রথমবার এশিয়াডে যুক্ত হয়েছে ক্রিকেট। প্রত্যাশিতভাবে ক্রিকেটেও এসেছে জোড়া সোনা। এর বাইরে টেনিস, ব্যাডমিন্টন, স্কোয়াশের মতো ইভেন্টেও সোনা জিতেছে ভারত। এমনকী ঘোড়সওয়ারির মতো ইভেন্টেও এসেছে সোনা। তবে হতাশ করেছে ভারতের কুস্তি এবং বক্সিং টিম। সোনা এসেছে হকি পুরুষ দল থেকেও।

আরও পড়ুন:বিশ্বকাপে ভারত-পাক ম‍্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে, আরও ১৪ হাজার টিকিট বিক্রির সিদ্ধান্ত নিল BCCI