১) আজ বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে ভারতের সামনে টিম অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচেই আগেই ধাক্কা ভারতীয় শিবিরে। ডেঙ্গিতে আক্রান্ত শুভমন গিল। যদিও রোহিত সাংবাদিক সম্মেলনে এসে জানালেন, শুভমন এখনও বাদ যায়নি।

২) আজ বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে ভারতের সামনে টিম অস্ট্রেলিয়া। অজিদের বিরুদ্ধে তিন স্পিনারের খেলানোর ভাবনা রোহিতের। তিনি বলেন, “আমাদের সুযোগ রয়েছে তিন স্পিনার খেলানোর। তার একমাত্র কারণ হার্দিক। ও থাকায় চেন্নাইয়ে তিন স্পিনার খেলাতে পারি।”

৩) চেন্নাইয়ান এফসি-কে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করল মোহনবাগান। সেইসঙ্গে ডুরান্ড কাপে ডার্বি হারের পর টানা দশ ম্যাচ জিতল সবুজ-মেরুন ব্রিগেড। শনিবার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ওয়েন কোয়লের চেন্নাইয়ান এফসি-কে ৩-১ গোলে হারাল সবুজ-মেরুন।

৪) একদিনের ক্রিকেট বিশ্বকাপের অভিযান দারুনভাবে শুরু করল দক্ষিণ আফ্রিকা। এদিন শ্রীলঙ্কাকে হারাল ১০২ রানে। ৫০ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে ৪২৮ রান করে দক্ষিণ আফ্রিকা। শতরান ভ্যান ডার ডুসেন, ডি’কক এবং মার্কাম।

৫) একদিনের ক্রিকেট বিশ্বকাপে প্রথম ম্যাচে জয় পেল বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারাল ৬ উইকেটে। বাংলাদেশের হয়ে ব্যাট এবং বল হাতে দুরন্ত পারফরম্যান্স মেহদি হাসান মিরাজের।
আরও পড়ুন:মোহনবাগানের জয়ের হ্যাটট্রিক, চেন্নাইয়ান এফসিকে হারাল ৩-১ গোলে








































































































































