মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়য়ের সরকার ক্ষমতায় আসার পরেই রাজ্যে সৌন্দর্যায়নের জন্য চারদিক হয়ে উঠেছে নীল সাদা। স্কুল কলেজ থেকে ফুটপাতের রেলিং নীল সাদা হয়ে উঠেছে। এবার কলকাতার বাস ট্রাম হতে পারে নীল সাদা। সঙ্গে থাকবে নকশাও। শীতের আগেই প্রস্তুতি শুরু হয়ে যাবে তবে এখন থেকেই তার তোড়জোড়ের খামতি নেই।

পরিবহণ দফতরের এই উদ্যোগে অর্থ দফতর অনুমোদন করেছে। কলকাতার রাস্তায় সিংহভাগ বাস এবার হবে নীল সাদা। সব মিলিয়ে ৭৭৫টি সরকারি বাসে নীল সাদা রং হবে বলে খবর। শুধু তাই নয়, ৬৫টি ট্রামকে নীল সাদা রঙে দেখা যাবে। শীতের মরসুমে কলকাতার রাস্তায় দেখা যাবে এই নীল সাদা বাস আর ট্রাম। সৌন্দর্য বৃদ্ধি করতে নকশাও থাকবে এই সব যানবাহনের গায়ে। নবান্নের তরফে সেই নকশার অনুমোদনও পাওয়া গিয়েছে।

যদিও বিরোধীরা আগেও নীল সাদা নিয়ে অনেকরকম কটাক্ষ করেছিলেন। তবে উন্নয়নের ক্ষেত্রে কর্ণপাত না করেই রাজ্য প্রশাসন এগিয়ে গিয়েছে নিজেদের কাজে এবং মানুষের তরফে যথেষ্ট সাড়া পাওয়া গিয়েছে। সবমিলিয়ে, এবার কলকাতার রাস্তায় নীল সাদা বাস ট্রাম দেখা শুধুমাত্র সময়ের অপেক্ষা।
আরও পড়ুন- স্নাতক পর্বেই পড়ুয়াদের সিলেবাসে ‘ভারতীয় সংস্কৃতি’, ১৫ লক্ষ শিক্ষককে প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা UGC-র

































































































































