তিস্তাবাজারে দুর্গ.তদের প্রতিটি ত্রাণ শিবির পরিদর্শন অরূপের

0
2

প্রাকৃতিক দুর্যোগে জেরে চিন্তা বাড়ছে বাংলার উত্তরে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে মন্ত্রী-সহ একাধিক প্রতিনিধিরা দার্জিলিং শিলিগুড়ি এবং কালিম্পঙে পৌঁছে গিয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের (Mamata Bandopadhyay) নির্দেশে শনিবার কালিম্পঙে পৌঁছলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বিপর্যস্ত কালিম্পঙে পৌঁছে ক্ষতিগ্রস্ত তিস্তা বাজার অঞ্চলের দুর্গত মানুষদের কাছে যান। তাঁদের সঙ্গে কথা বলেন।

সবকটি ত্রাণ শিবির ঘুরে দেখেন অরূপ (Arup Biswas)। ত্রাণ শিবিরগুলিতে পর্যাপ্ত পরিমাণে খাবার, ওষুধ এবং প্রয়োজনীয় জিনিস রয়েছে কি না খতিয়ে দেখেন। সঙ্গে ছিলেন মন্ত্রী উদয়ন গুহ, জিটিএ চেয়ারম্যান অনীত থাপা, শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার ও প্রাক্তন সাংসদ শান্তা ছেত্রী। ছিলেন জেলা প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর নির্দেশে ও দুর্গত মানুষদের পাশে রয়েছেন তাঁরা।