বিশ্বকাপে লঙ্কানদের ১০২ রানের হারাল দক্ষিণ আফ্রিকা

0
2

একদিনের ক্রিকেট বিশ্বকাপের অভিযান দারুনভাবে শুরু করল দক্ষিণ আফ্রিকা। এদিন শ্রীলঙ্কাকে হারাল ১০২ রানে। প্রথম ম‍্যাচে লঙ্কানদের বিরুদ্ধে রেকর্ড গড়ে ফেলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়ে ফেলল প্রোটিয়ারা। ৫০ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে ৪২৮ রান করে দক্ষিণ আফ্রিকা। শতরান ভ‍্যান ডার ডুসেন, ডি’কক এবং মার্কাম।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় লঙ্কানরা। প্রথমে ব‍্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৪২৮ রান করে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার হয়ে শতরান ডি’ককের। ১০৮ করেন ভ‍্যান ডার ডুসেন। ১০২ রান মার্কাম। ৪২ বলে সেঞ্চুরি করেন এডেন মার্করাম। বিশ্বকাপে এটাই দ্রুততম সেঞ্চুরি। মার্করাম ভেঙেছেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েনের ১২ বছরের পুরনো রেকর্ড। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন ও’ব্রায়েন। এর আগে, অস্ট্রেলিয়া দল পার্থে ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ছয় উইকেটে ৪১৭ রান করে। সেই রেকর্ডও ভেঙে গেল আজ। দ্বিতীয়বার একদিনের ক্রিকেটে ৪০০-র বেশি রান করে ফেলল দক্ষিণ আফ্রিকা। শুধু তাই নয়, বিশ্বকাপে প্রথমবার এক ইনিংসে তিন ব্যাটার সেঞ্চুরি করে ফেললেন। ফলে সব মিলিয়ে বলা যায় দিল্লিতে রেকর্ডের ছড়াছড়ি। প্রোটিয়াদের হয়ে ৩৯ রানে অপরাজিত মিলার। কালসেন করেন ৩২ রান। লঙ্কানদের হয়ে দুই উইকেট দিলসানের। একটি করে উইকেট রজিথা, পথিরানা এবং দুনিথের।

জবাবে ব‍্যাট করতে নেমে ৩২৬ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। শ্রীলঙ্কার হয়ে লড়াই করেন আসালাঙ্কা, কুশল মেন্ডিস এবং অধিনায়ক শানাকা। আসালাঙ্কা করেন ৭৯ রান। কুশল মেন্ডিস করেন ৭৬ রান। শানাকা করেন ৬৮ রান। দক্ষিন আফ্রিকার হয়ে দুটি করে উইকেট নেন মার্কো জনসেন, কেশভ মহারাজ এবং রাবাডার। তিন উইকেট কোটজির। একটি উইকেট এনগিডির।

আরও পড়ুন:আগামিকাল বিশ্বকাপে নামছে ভারতীয় দল, অজিদের বিরুদ্ধে নামার আগে কী বললেন রোহিত?