পাশে থাকার বার্তা! অবস্থান মঞ্চ থেকে বিজেপি সরকারের উ.ৎখাতের ডাক মানস ভুঁইয়ার

0
3

একশো দিনের কাজ সহ একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। আর তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে বাংলার বঞ্চিতরা। শনিবার তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে বিগত ৩ দিন ধরে চলা অবস্থান মঞ্চ থেকে মোদি সরকারের বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে অবস্থান বিক্ষোভ চলছে তার পাশে থাকার বার্তাও দেন তিনি।

অবস্থান মঞ্চ থেকে এদিন কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করে মানস ভুঁইয়া বলেন, এই লড়াই ২০ লক্ষ বঞ্চিত মানুষের জন্য। একটা রাজ্য থেকেই এই লড়াই হচ্ছে। গণতান্ত্রিক পরিসরে আর কোনও দল নেই।কলিযুগের তৃতীয় পাণ্ডব হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ও মানুষের আশীর্বাদে বিজেপিকে তাড়াবে এই অভিষেকই।

 

তিনি আরও বলেন, যেদিন সংসদে ১০০দিনের কাজ নিয়ে আইন প্রণয়ন হয়, সেদিন আমি সেখানে উপস্থিত ছিলাম। আইনে পরিষ্কার বলা আছে, যারা কাজ চাইবে তাদের কাজ দিতে হবে। কাজ করলে টাকাও দিতে হবে। যে টাকা আটকাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সেই গরিব মানুষের ন্যায্য পাওনা টাকা চাইতেই ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে দিল্লি গিয়েছিলেন। ওরা বলছে চুরি হয়েছে। অযৌক্তিক কথা। বাংলার হকের মানুষের টাকা আদায়ে অভিষেকের নেতৃত্বে এই লড়াই চলবে। ওর সঙ্গে থাকুন সবাই, ওকে আশীর্বাদ করুন।

আরও পড়ুন- Telengana: বিজেপিতে যোগ দিলেন বে.আইনি জু.য়া ক্লাব চালানোয় অ.ভিযুক্ত চিকোটি প্রবীণ