সংবর্ধিত কুমোরটুলির মহিলা মৃৎশিল্পী চায়না পাল

0
1

কুমোরটুলির বিশিষ্ট মহিলা মৃৎশিল্পী চায়না পাল সম্বর্ধিত হলেন। বিশিষ্ট অর্থনৈতিক উপদেষ্টা সুরজিৎ কালার উদ্যোগে কুমোরটুলির সব কারিগরকে বীমার আওতায় আনা হল। পুজোর আগে কারিগরদের এই উপহারে খুশি শিল্পী চায়না পাল। এই দিন চায়না পালকে সম্মান জানাতে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী সাফায়ার ক্রিয়েশনস ডান্স কোম্পানির প্রাণপুরুষ সুন্দর্শন চক্রবর্তী, সুরজিৎ কালা। সুরজিৎ কালা জানান, ” চায়না পালের সব কারিগরদের এক লাখ টাকার আ্যকসিডেন্টাল বীমা করান হলো। জীবন সুরক্ষিত রাখতে কিছু কাজ আমাদের আগে থেকেই ভাবা উচিৎ। বিপদ তো বলে আসে না। আর কারিগরেরা অর্থনৈতিক দিক দিয়ে খুব একটা সচ্ছ্বলও নন। তাই পুজোর আগে ওঁদের জন্য এটুকু করতে পেরে আমার খুব ভালো লাগছে।”

শিল্পী চায়না পাল বলেন,” পুজোয় অনেক রকমের সম্মান আমি পাই। কিন্তু আমার কারিগরদের এই সম্মানে আমি সত্যিই খুব খুশি। ওঁরা সুরক্ষিত থাকুন সবসময় এই প্রার্থনা করি।” সুদর্শন চক্রবর্তী বলেন,” কুমোরটুলির এই ব্যাস্ততা জানান দেয় পুজো এসে গেছে। কিন্তু যে সব কারিগর কাজ করেন, যাঁদের কাজ দেখে আমরা মুগ্ধ হই, তাঁদের জীবন কতোটা সুরক্ষিত এটা তো আমরা ভাবি না! তাই এই উদ্যোগের সাথে থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি নিজে শিল্পী, তাই যে কোনো শিল্পীর সম্মান আমার কাছে পরম আনন্দের বিষয়।”