আজ আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। আইএসএল হোক বা এএফসি কাপ, মোহনবাগানের জয়রথ ছুটছে। ডুরান্ড কাপের প্রথম ডার্বি হারের পর থেকে টানা ৯ ম্যাচ জিতেছে জুয়ান ফেরান্দোর দল। আজ শনিবার চলতি আইএসএলের প্রথম অ্যাওয়ে ম্যাচে কি টানা দশম জয় আসবে? অ্যাওয়ে ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া সবুজ-মেরুন ব্রিগেড। তবে কাজটা সহজ হবে না বলেই মনে করছেন মোহনবাগান কোচ ও ফুটবলাররা।

মোহনবাগান দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে। চেন্নাইয়ান এফসি লিগের শুরুতেই প্রথম দুটো ম্যাচ হেরেছে। দু’টি ম্যাচই তারা প্রতিপক্ষের মাঠে গিয়ে খেলেছে। শনিবার চেন্নাইয়ান এফসির ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে নামছে ওয়েন কোয়েলের দল। মোহনবাগানকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পুরো পয়েন্ট ঘরে তুলতে চায় চেন্নাইয়ান। গত কয়েক বছর দলের মাঝমাঠের স্তম্ভ ছিলেন অনিরুদ্ধ থাপা। এই মরশুমে তিনি যোগ দিয়েছেন মোহনবাগান। সবুজ-মেরুন জার্সি গায়ে শনিবারই তিনি পুরনো দলের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবেন। শুক্রবার সকালে কলকাতায় অনুশীলন করে দুপুরের বিমানে চেন্নাই রওনা হয় মোহনবাগান।

চেন্নাইয়ান ম্যাচ নিয়ে সবুজ-মেরুন কোচ জুয়ান বলেন, “অ্যাওয়ে ম্যাচ হলেও এক পয়েন্টের লক্ষ্যে নয়, তিন পয়েন্ট পেতেই ঝাঁপাব আমরা। লিগে সব দলই কঠিন প্রতিপক্ষ। সবাই ভাল খেলছে। ফলে চেন্নাইয়ান ম্যাচও সহজ হবে না। আমাদের তিন পয়েন্ট পেতেই হবে।” জুয়ান আরও বলেন, “গত কয়েকটা ম্যাচে ঘরের মাঠে দলগুলো জিতছে। কিন্তু বাইরে গিয়ে পুরো পয়েন্ট পাওয়া বেশ কঠিন হয়ে যাচ্ছে। আমরা ঘরের মাঠে দুটো ম্যাচ জিতে ওখানে যাচ্ছি। চেন্নাইয়ান নিজেদের মাঠে প্রথম ম্যাচ খেলবে। আমার মনে হয়, নিজেদের সমর্থকদের সামনে ওরা আক্রমণাত্মক ফুটবল খেলবে। আমাদের অনেক কিছু নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হবে। আশা করি, একটা ভাল ম্যাচ হবে। ওরা দুটো ভাল দলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলে এসেছে। নিজেদের মাঠে ওরা ম্যাচটা জিততে চাইবে। কঠিন লড়াই হবে। তবে আমরা জানি, আমাদের কী করতে হবে।”
দলের সঙ্গে দীপক টাংরিকে নিয়ে গিয়েছেন মোহনবাগান কোচ। চোট সারিয়ে সম্পূর্ণ ফিট ভারতীয় মিডিও। তাই জুয়ানের হাতে বিকল্প বেড়েছে। অনিরুদ্ধ পুরনো দলের বিরুদ্ধে নামার আগে বলেছেন, “চেন্নাইয়ানের হয়ে অনেক বছর খেললেও পেশাদার হিসেবে আমার কাজটা করতে হবে। এখন আমি মোহনবাগানের ফুটবলার। সবুজ-মেরুন জার্সির সম্মান রাখতেই মাঠে নামব।
আরও পড়ুন:এশিয়ান গেমসে ১০০ পদক, শুভেচ্ছা মোদির










































































































































