তৃণমূলের শীর্ষ নেতৃত্বের থেকে ‘পালিয়ে বেড়াচ্ছেন’ রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। উত্তরবঙ্গ থেকে দিল্লি গিয়ে ফেল দার্জিলিঙেই ফিরেছেন তিনি। শনিবার, সেখানেই তাঁর সঙ্গে দেখা করছেন তৃণমূলের প্রতিনিধিরা। তার আগে দার্জিলিঙের রাজভবনে যাওয়ার সময় রাজ্যপালের কনভয়ের সামনে কালো পতাকা দেখান স্থানীয়রা। এদিন দুপুরে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নেমে স্টেট গেস্ট হাউজের উদ্দেশে রওনা দেন রাজ্যপাল।

যে দিন রাজভবনে তাঁর সঙ্গে দেখা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ প্রতিনিধিদের যাওয়ার কথা ছিল, সেইদিনই ভোর কলকাতায় ফিরে উত্তরের বন্যা পরিস্থিতি দেখতে চলে যান রাজ্যপাল। তারপর থেকে একবার দিল্লি, একবার বাংলা করছেন কিন্তু তৃণমূলের নেতাদের মুখোমুখি হতে চাইছেন না। এরই প্রতিবাদে তাঁকে কালো পাতাকা দেখান দলের কর্মী-সমর্থকরা।

এর আগেও রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ হয়েছে। এদিনের ঘটনা প্রসঙ্গে দার্জিলিঙের জেলা তৃণমূলের মুখপাত্র বেদব্রত দত্ত বলেন, ‘‘বিক্ষোভ শুধুমাত্র তৃণমূল করছে না। আমাদের সঙ্গে সাধারণ মানুষও এই বিক্ষোভে শামিল হয়েছেন।’’ তাঁর কথায়, আনন্দ বোস (CV Anand Bose) পদের অপব্যবহার করছেন, রাজ্যপালের পদের মর্যাদা ভূলণ্ঠিত হচ্ছে। এতে বাংলার মানুষ ক্ষুব্ধ। সারা বাংলায় এ নিয়ে অসন্তোষের ঝড় বইছে।’’
আর পড়ুন: লক্ষ্মীবাই নন, ‘বিশ্বাসঘাতক’ জয়াজিরাও: সাধ্বীকে পাল্টা জবাব তৃণমূলের
বিক্ষোভের মধ্যে শিলিগুড়ির স্টেট গেস্ট হাউজে পৌঁছোন রাজ্যপাল। সূত্রের খবর, সেখানে বিশ্রামের পর তিনি দার্জিলিঙের রাজভবন রওনা দেবেন। সেখানেই তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠকের কথা।





































































































































