রাজ্যে পরিবর্তনের ডাক দিয়ে যাঁরা পথে নেমেছিলেন, এবার কেন্দ্রে পরিবর্তনের ডাক দিয়ে ফের একজোট হলেন তাঁরা। মোদি সরকার একশো দিনের কাজ, আবাস যোজনার মতো প্রকল্পের বরাদ্দ টাকা আটকে রেখে রাজ্যের গবির মানুষকে ভাতে মারার চেষ্টা করছে। এই অভিযোগ তুলে ফের পথে নেমেছেন পরিবর্তনপন্থী বুদ্ধিজীবীদের একাংশ। শনিবার তাঁদের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় মহাজাতি সদনে। সেখান থেকেই রাজভবনের সামনে তৃণমূলের (TMC) ধর্না ও প্রতিবাদের প্রতি সমর্থনের কথা ঘোষণা করলেন ‘সময়ের ডাক’-এর বন্ধুরা। ছিলেন গায়ক নচিকেতা, পরিচালক হরনাথ চক্রবর্তী, অধ্যাপক ভাস্কর গুপ্ত, অরূপ শঙ্কর মৈত্র, অধ্যাপক দীপঙ্কর দে, বিশ্বনাথ চক্রবর্তী, সিদ্ধার্থ গুপ্ত, দেবপ্রিয় মল্লিক, প্রদীপ গুহ ঠাকুরদা, সমীর পুততুণ্ড প্রমুখ। ছিলেন তৃণমূল নেতা পূর্ণেন্দু বসুও (Purnendu Basu)।
সাংবাদিক বৈঠকে প্রত্যেকেই এক সুরে রাজভবনের ধর্নার প্রতি তাঁদের সমর্থন জানান। উপস্থিত না থেকেও বার্তা পাঠিয়ে সমর্থন জানান কবীর সুমন ও সুবোধ সরকাররা। সাংবাদিক বৈঠকের পর তাঁরা মহাজাতি সদন থেকে সরাসরি ধর্না মঞ্চে উপস্থিত হন এবং নিজেদের বক্তব্য পেশ করেন। প্রত্যেকেই একসুরে ২০২৪-এর মোদি মুক্ত ভারত গড়ার উপর জোর দেন। বলেন, কোনও সভ্য দেশের সরকার বিরোধীদের সঙ্গে উপর এমন আচরণ করে না।
আরও পড়ুন- তিস্তাবাজারে দুর্গ.তদের প্রতিটি ত্রাণ শিবির পরিদর্শন অরূপের