শনিবার সকাল থেকেই আলিপুরদুয়ারের (Alipurduar) বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থার আধিকারিকরা পৌঁছে গেছেন। ১৫-১৬ জায়গায় সিবিআই (CBI) অভিযান চলছে বলে খবর। সমবায় সমিতিতে ম্যানেজার, হিসাব রক্ষক এবং দুই ক্লার্কের বাড়িতে তল্লাশি চলছে। ২০২০ সালে বন্ধ হয়ে যায় সমবায় সমিতি, গ্রাহক ছিলেন ২১ হাজার। প্রায় ৫০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে কেন্দ্রীয় সংস্থার তদন্তকারী অফিসারদের দাবি। হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ সিবিআই (CBI- ED)ও ইডি তদন্তের নির্দেশ দেয়।

আলিপুরদুয়ারের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় সমবায়ের ম্যানেজার তৃপ্তিকণা চৌধুরীর বাড়িতে শনিবার সকালেই পৌঁছেছেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা। ক্লার্ক পঙ্কজ গুহ আচার্য-সহ আরেক ক্লার্কের বাড়িতেও যান আধিকারিকরা। অভিযোগ, ২০১৮-১৯ সালে এই সমবায় ঋণদান সমিতিতে চূড়ান্ত বেনিয়মের অভিযোগ ওঠে। মূলত এই সমিতিতে এলাকার নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলা সদস্যরাই টাকা রাখতেন। গত ২৪ আগস্ট এই মামলায় একযোগে সিবিআই এবং ইডিকে তদন্তে নামার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। হাই কোর্ট বলার পরেও সিবিআই তদন্তের নির্দেশ কার্যকর প্রথমে হয়নি বলেই অভিযোগ।






































































































































