শুরু পুজোর কাউন্টডাউন। তারইমধ্যে একনাগাড়ে চলছে বৃষ্টি। প্রবল বৃষ্টিতে কোথাও কোথাও বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে। তাতেই পুজোর মুখে দুচিন্তায় পড়েছে সকলে। কবে কাটবে দুর্যোগের মেঘ? পুজোতে কী এবারও বৃষ্টি হবে?
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, নিম্নচাপ ধীরগতিতে বাংলাদেশের দিকে এগোচ্ছে। ফলে শুক্রবার থেকেই আবহাওয়া বদলাতে শুরু করবে। আগামীকাল অর্থাৎ শনিবার থেকে দেখা মিলবে ঝকঝকে আকাশের। তবে নিম্নচাপের দাপটে শুক্রবারও বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ বৃষ্টিতে ব্যাহত ধ*স সরানোর কাজ, সিকিমে এখনও আটকে ৩০০ পর্যটক

হাওয়া অফিস সূত্রের খবর, শুক্রবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে। বেলা বাড়লে সূর্যের দেখা মিলবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষত কোচবিহার ও আলিপুরদুয়ারে শুক্রবারও ভারী বৃষ্টিপাত হবে। হালকা ও মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই ওপরের দিকের পাঁচ জেলাতে। সোমবারের পর উত্তরবঙ্গের সামগ্রিক আবহাওয়ার উন্নতি হবে।
কলকাতায় অবশ্য শুক্রবার থেকেই কমবে বৃষ্টির সম্ভাবনা। তবে কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে পরিবর্তন হবে আবহাওয়ার। বাড়বে তাপমাত্রা।
আপাতত বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় অবস্থান করছে নিম্নচাপ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের দিকে যাবে সেটি। আগামী ২৪ ঘণ্টায় বাংলাদেশে ঢুকে শক্তি ক্ষয় করবে। তারপরই পুরোপুরিভাবে কাটবে নিম্নচাপের প্রভাব।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৪ থেকে ৯৫ শতাংশ।




































































































































