জয় দিয়ে একদিনের ক্রিকেট বিশ্বকাপের অভিযান শুরু করল পাকিস্তান। এদিন প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারাল ৮১ রানে। পাকিস্তানের হয়ে দুরন্ত ইনিংস খেলেন রিজওয়ান এবং সৌদ শাকেল। দুজনেই করেন ৬৮ রান।
ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। প্রথমে ব্যাট করতে নেমে ১০ উইকেট হারিয়ে ২৮৬ রান করে বাবর আজমের দল। পাকিস্তানের হয়ে দুরন্ত ইনিংস রিজওয়ান এবং সৌদ শাকেল। দুজনেই করেন ৬৮ রান। ফাকার জমন করেন ১২ রান। ইমান-উল-হক করেন ১৫ রান। ব্যাট হাতে ব্যর্থ পাক অধিনায়ক বাবর আজম। মহম্মদ নাওয়াজ করেন ৩৯ রান। ৩২ রান করেন শাহদাব খান। নেদারল্যান্ডসের হয়ে চার উইকেট নেন ব্যাস দে লেডে। দুটি উইকেট নেন অ্যাকারম্যান। একটি করে উইকেট নেন আরিয়ান দত্ত, ভান বেক এবং ভান মেকেরেন।
জবাবে ব্যাট করতে নেমে ২০৫ রানেই শেষ হয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস। নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন ব্যাস দে লেডে। ৫২ রান করেন বিক্রমজিৎ সিং। পাকিস্তানের হয়ে তিন উইকেট নেন হরিস রৌফ। দুই উইকেট নেন হাসান আলি। একটি করে উইকেট নেন শাহিন আফ্রিদি, ইফতিখার খান, মহম্মদ নাওয়াজ এবং শাহদাব খান।
আরও পড়ুন:ডেঙ্গি আক্রান্ত গিল, অজিদের বিরুদ্ধে রোহিতের ওপেনিং পার্টনার কে?