২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কারে(Nobel Peace Prize) চমক। শুক্রবার এই পুরস্কারের জন্য ইরানের(Iran) প্রতিবাদী মুখ নার্গিস মোহাম্মদীর(Nargis Mohammadi) নাম ঘোষণা করল নোবেল কমিটি। নারী অধিকার নিয়ে লড়াইয়ের জন্য আন্তর্জাতিক মহলে অত্যন্ত পরিচিত নাম নার্গিস। মহিলাদের অধিকারের লড়াইয়ে সরকারের সঙ্গে সংঘাতের জেরে দীর্ঘদিন কারাগারে কাটিয়েছেন তিনি। এবার শান্তি পুরস্কারের খবরও তিনি পেলেন কারাগারেই।

৫২ বছর বয়সি নার্গিসকে ইরান সরকার একাধিক মামলায় জেল বন্দি করেছে। ১২ বছরের কারাবাসের সাজা দেওয়া হয়েছে তাঁকে। গত বছর ইরানে নারীদের উপর ইসলামিক পোশাক বিধি চাপিয়ে দেওয়া নিয়ে সরকারের সঙ্গে নাগরিকদের আন্দোলন যখন চরম আকার নেয় ঠিক সেই সময় গ্রেফতার করা হয় আন্দোলনের অন্যতম মুখ নার্গিসকে। গত বছর নভেম্বর থেকে তেহেরানের একটি জেলে বন্দি রয়েছেন তিনি। এই মানবাধিকার কর্মীকেই এবার নোবেল পুরস্কার বিজেতা হিসেবে বেছে নিল নোবেল কমিটি।
নার্গিসকে একজন ‘মুক্তি যোদ্ধা’ বলে আখ্যায়িত করেছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। কমিটি প্রধান বেরিট রেইস-অ্যান্ডারসেন ঘোষণায় বলেন, ‘নারী, জীবন, স্বাধীনতা’ শব্দগুলো ইরান সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভের অন্যতম স্লোগান, যা বারে বারে শোনা গিয়েছে মোহাম্মদীর কণ্ঠে। ইরানের নিপীড়িত নারীদের হয়ে লড়াইয়ের জন্য জেল বন্দি এই মানবাধিকার কর্মীকে বেছে নেওয়া হয়েছে ২০২৩-এর শান্তি পুরস্কারের জন্য। তিনি হলেন নোবেল শান্তি পুরস্কার বিজেতাদের মধ্যে ১৯তম।








































































































































