এশিয়ান গেমসে নজির গড়ল ভারত। এশিয়ান গেমসে ইতিহাসে প্রথমবারের জন্য ১০০ পদক নিশ্চিত করল ভারত। আর ফলে নজির গড়ল ইন্ডিয়া।
এবার এশিয়ান গেমসে এবার নমার আগেই থেকেই ভারতের মন্ত্র ছিল ‘ইস বার শ পার’। আর সেই মন্ত্রকে মাথায় রেখেই চিনের হ্যাংঝউতে পদকের সেঞ্চুরি করলেন ভারতীয় খেলোয়াড়রা। ইতিমধ্যেই এশিয়ান গেমসে ৯৫ টা পদক জয় করে ফেলেছে ইন্ডিয়া। তবে তালিকা এখনও শেষ হয়নি। আরও ৭ টি পদক নিশ্চিত। এছাড়াও এখনও বেশ কিছু প্রতিযোগিতা থেকে ভারতের পদক আসার সম্ভাবনা রয়েছে।
হকি ফাইনালে জাপানকে ৫-১ গোলে হারিয়ে সোনা পেয়েছে ভারতীয় দল। আরও ৬টি পদক ইতিমধ্যেই পাকা করে ফেলেছে ভারত। পুরুষ এবং মহিলা উভয় দলই পদক পাকা করেছে কবাডিতে। রূপো নিশ্চিত করেছে ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে থাকা ভারতীয় ক্রিকেট দলও। তারা ফাইনাল খেলবে আফগানিস্তানের সঙ্গে। এছাড়াও কমপাউন্ড আর্চারি এবং ব্যাডমিন্টনে পদক নিশ্চিত ভারতের।
আরও পড়ুন:এশিয়ান গেমসে সোনার পদক জয় ভারতীয় পুরুষ হকি দলের