একদিনের ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম‍্যাচে দুরন্ত জয় নিউজিল্যান্ডের, ইংল‍্যান্ডকে হারাল ৯ উইকেটে

0
2

একদিনের ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম‍্যাচে দুরন্ত জয় পেল নিউজিল্যান্ড। এদিন গত বিশ্বকাপের চ‍্যাম্পিয়ন দল ইংল‍্যান্ডকে ৯ উইকেটে হারাল কিউইরা। নিউজিল্যান্ডের হয়ে দুরন্ত ব‍্যাটিং কনওয়ে এবং রচিন রবিন্দ্র। কনওয়ে ১৫২ রানে অপরাজিত। রচিন রবিন্দ্র অপরাজিত ১২৩ রানে।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক লাথাম। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮২ রান করে ইংরেজরা। ইংল‍্যান্ডের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেন জো রুট। ৪৩ রান করেন অধিনায়ক জস বাটলার। ৩৩ রান করেন জনি ব্রিস্টো। ২০ রান করেন লিভিংস্টোন। নিউজিল্যান্ডের হয়ে তিন উইকেট ম‍্যাট হেনরির। দুটি করে উইকেট স্টানার এবং গ্লেন ফিলিপসের। একটি করে উইকেট বোল্ট এবং রচিন রবিন্দ্র।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। সৌজন্যে কনওয়ে এবং রচিন রবিন্দ্র। কনওয়ে ১৫২ রানে অপরাজিত। রচিন ১২৩ রানে অপরাজিত। তবে শূন‍্য রান করেন উইল ইয়োং। ইংল‍্যান্ডের হয়ে একটি উইকেট সাম কুরানের।

আরও পড়ুন:স্টিম‍্যাচের সঙ্গে চুক্তি বাড়াল এআইএফএফ