নবান্নে হনু.মানের হানা! নিজে থেকে প্রস্থান পব.ননন্দনের

0
2

নবান্নে হঠাৎ হনুমানের (Monkey) হানা। বৃহস্পতিবার সকালে হুলুস্থুল। ১৩ তলার বারান্দা দিয়ে ভিতরে ঢুকে পড়ে এক পবননন্দন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, নবান্নের (Nabanna) বারান্দা দিয়ে লাফাতে দেখা যায় হনুমানকে। নিরাপত্তারক্ষীরা ওয়াকি-টকি নিয়ে তার পিছু পিছু ছোটেন।

এরপর ১৩ তলার রেলিং ঘেরা বারান্দায় গিয়ে বসে পড়ে হনুমানটি। রেলিং ধরে বেশ কয়েকবার এদিক-ওদিক দোল খায়। তাকে দেখতে ভিড় জমে যায় বারান্দায়। কর্মচারীরা ফোনে ছবি ভিডিও তোলেন।

খবর যায় বনদফতরে। নিরাপত্তারক্ষীদের ধমক ধামককে পাত্তা না দিয়ে বিভিন্ন দফতরের অফিসে ঘুরে ঘুরে বেড়ায় সে। আতঙ্কে বিভিন্ন ফ্লোরের দরজা বন্ধ করে দেন কর্মরা। ঘণ্টা খানেক পরে হনুমানটি নিজে থেকেই বেরিয়ে যায়। স্বস্তি মেলে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা রক্ষীদের।