বিভিন্ন জেলা থেকে দলে দলে তৃণমূল কর্মী সমর্থকেরা বৃহস্পতিবার রাজভবন অভিযানের মিছিলে পা মেলালেন।মিছিল করে রাজভবনে পৌঁছান প্রায় লক্ষাধিক তৃণমূল কর্মী সমর্থক।এদিনের সভায় মন্ত্রী শশী পাঁজা বলেন,মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন বদলা নয় বদল চাই। তিনি কথা রেখেছেন। কিন্তু এখন কেন্দ্রের বিজেপি সরকার বাংলার উপর বদলা নিচ্ছেন। কারণ, একুশের বিধানসভা ভোটে মানুষ ওনাদের হারিয়ে দিয়েছেন। তাই বাংলার মানুষকে ভাতে মারতে চাইছে। গরিব মানুষকে কাজ করিয়ে একশো দিনের টাকা দেয়নি। গরিব মানুষের আবাস যোজনার টাকা না দিয়ে মাথার উপর থেকে ছাতা কেড়ে নিচ্ছে।
বাংলা একের পর এক প্রকল্প কাজের জন্য পুরস্কার পেয়েছে। সেই ফার্স্ট বয়কেই শাস্তি দিচ্ছে বিজেপি সরকার। হে রাজ্যে বিজেপি সরকার থাকে তাদের হাজার খুন মাফ। আর অবিজেপি সরকার যতই উন্নয়ন করুক তাদের সঙ্গে বঞ্চনা করা হয়।





































































































































