প্রেম আসে প্রেম যায়, তবে মুহূর্তরা অনেক ছবি তুলে ধরে সমাজমাধ্যমের (Social Media) পাতায়। সেলিব্রেটিদের জীবন নিয়ে প্রতিমুহূর্তেই তুঙ্গে থাকে চর্চা। সাম্প্রতিককালে এই তালিকায় উঠে এসেছেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)। রণজয় বিষ্ণুর বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতে না আসতেই নতুন সম্পর্কে জড়িয়েছেন সোহিনী। এবার তাঁর প্রেমিক গায়ক শোভন গঙ্গোপাধ্যায় (Shovon Ganguly)। কিছু মাস আগেই তাঁর হৃদয়ও ভেঙেছে। এই দুই ভগ্ন মন কি তবে একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নিয়েছে? অন্তত সোহিনীর ঘনিষ্ঠ মহল তেমনটাই মনে করছে। গত ২ অক্টোবর ছিল সোহিনীর জন্মদিন। বিশেষ সেলিব্রেশনে শহর থেকে কিছুটা দূরে পাড়ি দেন অভিনেত্রী, সঙ্গে ছিলেন প্রিয় বন্ধুরা। সেই ছবিতে সকলেই শোভনকে খুঁজেছেন। এবার সোহিনীর নতুন পোস্টে অবশেষে ধরা দিলেন গায়ক।

টলিউডে প্রেম গড়া আর ভাঙার খবর যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শোভনের প্রথম গার্ল ফ্রেন্ড ছিলেন ইমন। সেই সম্পর্ক ভেঙে গেছে বেশ কয়েক বছর হল। তারপর অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে প্রেম হয় গায়কের, যদিও সেটাও ভেঙেছে। এবার নায়িকা সোহিনীর সঙ্গে প্রেমের গুঞ্জন! শোভন-সোহিনীর নতুন সম্পর্কের আভাস নাকি পাচ্ছেন অনেকেই। তবে গায়ক এবং অভিনেত্রী কারও তরফ থেকেই কিছু শোনা যায়নি। কিন্তু অভিনেত্রীর জন্মদিনের ছবিতে অঙ্কিতা চক্রবর্তী এবং তাঁর স্বামী প্রান্তিক বন্দ্যোপাধ্যায় সহ বন্ধুদের মাঝে মজার ছলে পোজ দিলেন শোভন। তা হলে কি টলিপাড়ার গুঞ্জনই সত্যি?






































































































































