নিজেদের পাতা ফাঁদেই বিপত্তি! গভীর সমুদ্রে আটকাল চিনের সাবমেরিন, ম.র্মান্তিক পরিণতি ৫৫ সেনার

0
4

ভিন দেশের নৌহানা ঠেকাতে পীত সাগরের গভীরে পাতা ছিল ফাঁদ (Trap)। আর সেই জালেই ধরা পড়ল চিনা নিউক্লিয়ার সাবমেরিন (China Nuclear Submarine)। ঘটনার জেরে ক্যাপ্টেন সহ কমপক্ষে ৫৫ জন চিনা সেনার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, সাবমেরিনটির অক্সিজেন সরবরাহকারী যন্ত্রে আচমকাই সমস্যা দেখা দেয়। আর সেকারণেই সাবমেরিনের ভিতরে দীর্ঘক্ষণ পৌঁছচ্ছিল না অক্সিজেন। আর তার জেরেই এমন পরিণতি। গত ২১ আগস্ট স্থানীয় সময় সকাল ৮টা বেজে ১২ মিনিট নাগাদ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সূত্রের খবর, ব্রিটেনের জাহাজকে আটকানোর জন্য পীত সাগরে ফাঁদ পাতে চিন। আর সেই ফাঁদেই আটকে পড়ে চিনা সাবমেরিনটি। যদিও, চিন প্রশাসনের তরফে ঘটনাটি পুরোপুরিভাবে অস্বীকার করা হয়েছে। সংবাদসংস্থা ডেলি মিরর এই খবর প্রকাশ্যে এনেছে। তারা জানিয়েছে, ব্রিটেনের জাহাজের গতিবিধি রুখতে পীত সাগরের গভীরে ফাঁদ পাতা হয়েছিল। আর সেই ফাঁদেই আটকে পড়ে চিনা নৌবাহিনীর ওই সাবমেরিনটির অক্সিজেন সরবরাহকারী যন্ত্র বিকল হয়ে পড়ে। এদিকে, দীর্ঘক্ষণ অক্সিজেনের অভাবে সাবমেরিনের ভিতর থাকা ৫৫ জন চিনা সেনার মৃত্যু হয়।