ফের ED-র হাতে গ্রেফতার আরেক অবিজেপি দলের সাংসদ। বুধবার, আবগারি মামলায় দিনভর তল্লাশির পরে বিকেলে গ্রেফতার করা হল আপ সাংসদ সঞ্জয় সিং-কে (Sanjay Singh)। সকাল থেকেই তাঁর বাড়িতে তল্লাশি চালাচ্ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার করা হয় রাজ্যসভার সাংসদকে।

বুধবার সকালে সাতটায় সঞ্জয়ের বাসভবনে হানা দেয় ED-র বিশাল দল। মামলার সঙ্গে জড়িত আরও কয়েকজনের বাড়িতে তল্লাশি চালানো হয়। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় চার্জশিটে আপ সাংসদের নাম উঠে এসেছে। সেই কারণেই তাঁকে জিজ্ঞাসাবাদ এবং তাঁর বাড়িতে বাড়িতে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। যদিও আপ সাংসদের দাবি এফআইআরের কোনও নাম ছিল না তাঁর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা লোকসভা নির্বাচনের আগে সাংসদের নাম সাক্ষী হিসাবে যুক্ত করে তাঁকে হেনস্থা করছে।

আবগারি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আবগারি মন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হয়েছে। এমনকী জেরার মুখে পড়তে হয়েছিল মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকেও। এবার ইডির গ্রেফতার সঞ্জয়।





































































































































