জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সেনা-জ.ঙ্গি! জ.খম দুই জওয়ান

0
3

ফের জম্মু ও কাশ্মীরে নিরাপত্তারক্ষীর সঙ্গে জঙ্গির গুলির লড়াই। জঙ্গিদের গুলিতে ইতিমধ্যেই জখম দুই সেনা জওয়ান। মঙ্গলবার সকালে রাজৌরি জেলায় এই ঘটনাটি ঘটে। এখনও জারি রয়েছে তল্লাশি অভিযান।

আরও পড়ুনঃ অনুরাগকে চ্যালেঞ্জ ছু.ড়ে অভিষেকের মন্তব্য, সিবিআই তদন্ত হোক
জম্মু পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে জঙ্গিদের গা ঢাকা দেওয়ার খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। সেই সময়ই সেনাকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও।
সংবাদসংস্থা সূত্রে খবর,গুলির লড়াইয়ে দুই সেনা জওয়ান জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল।
গোটা এলাকা ঘিরে রেখেছে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেনা। ওই এলাকায় দুই জঙ্গি লুকিয়ে রয়েছে বলে সন্দেহ নিরাপত্তা বাহিনীর। জঙ্গিদের পাকড়াও করতে তৎপর হয়েছে সেনা। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও চলছে তল্লাশি অভিযান।