স্বাধীনতার পর এত বড় আ.ন্দোলন কোনও রাজনৈতিক দল করতে পারেনি: ব্রাত্য বসু

0
2

বাংলার বঞ্চিত গরিব মানুষের ১০০দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার।এই অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছে তৃণমূল কংগ্রেস।কয়েক হাজার কোটি টাকা দিচ্ছে না কেন্দ্র।মিলছে না প্রান্তিক মানুষের আবাস যোজনার ন্যায্য পাওনা। মঙ্গলবার বাংলার মানুষের অধিকার আদায়ে যন্তরমন্তরে শান্তিপূর্ণ ধর্ণা আন্দোলনে সামিল হয়েছিল বাংলার শাসক দল।

ধরনা মঞ্চ থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বললেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম জনপ্রতিনিধি হয়েছিলেন, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনপ্রতিনিধি হওয়ার কথা ভেবেছিলেন বলে আমার মনে হয় না।একই সঙ্গে জানালেন, বাংলার আগের সরকার দিল্লিতে এসে এমন ভাবে প্রতিবাদ জানাতে পারেনি।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর এত বড় আন্দোলন কোনও রাজনৈতিক দল করতে পারেনি। সংবিধানেই আছে, দেশের বিভিন্ন রাজ্যের উন্নয়নে কেন্দ্র সুষমভাবে টাকা বন্টন করবে।সিপিএম কখনও কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে আন্দোলন করেনি।কেন্দ্রই অমুমোদিত কর্মদিবসের টাকা আটকে রেখেছে।রাজনৈতিকভাবে এঁটে উঠতে না পেরে বাংলার সঙ্গে এমন বিমাতৃসুলভ আচরণ করছে কেন্দ্র।বাংলার মানুষকে পেটে মারতে চাইছেন, ভাতে মারতে চাইছেন।মনে রাখবেন, আমরা সিবিআইয়ের ভয় পাই না।