পুজোর আমেজে জঙ্গলে বেড়ানোর মজা নিমেষে বদলে গেল রোমাঞ্চে। তাই সারেন্ডার জঙ্গলে রণংদেহি মেজাজে হাজির কোয়েল মল্লিক (Koel Mallick) । টলিউডের দুষ্টু মিষ্টি নায়িকা এখন অনেক পরিণত, তাই তিনি জঙ্গলের চোরাশিকারিদের বিনাশ করতে একাই নেমেছেন লড়াইয়ে। নতুন রূপে সিলভার স্ক্রিনে প্রত্যাবর্তন করে প্রজ্ঞাপারমিতা মুখোপাধ্যায় শুধু মস্তিষ্কের কাজ সারতেই ব্যস্ত নন এবার হাত চালাতেও সিদ্ধহস্ত তিনি। প্রকাশ্যে এল অরিন্দম শীল (Arindam Sil) পরিচালিত ক্যামেলিয়া প্রোডাকশনের নিবেদন ‘জঙ্গলে মিতিন মাসি’র (Jongole Mitin Mashi) ট্রেলার। আর সেখানেই অ্যাকশন গোয়েন্দার ইমেজে কোয়েল (Koel Mallick)।


সুচিত্রা ভট্টাচার্যর সৃষ্ট মহিলা গোয়েন্দা চরিত্র হিসেবে টলিউডে নিজের অন্য রকমের পরিচিতি তৈরি করেছেন কোয়েল। এবার ‘সারান্ডায় শয়তান’ থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি ‘জঙ্গলে মিতিন মাসি’ নিয়ে আসছেন পরিচালক।ট্রেলারের শুরুতেই সারান্ডার জঙ্গলে হাতি হত্যার ঘটনা থেকেই পরিষ্কার যে চোরাশিকারিদের ধরতে মিতিন মাসির ফিল্ডে আগমন। ঝলক থেকেই বোঝা যাচ্ছে যে এবার সিরিয়াস লড়াইয়ে নেমেছেন কোয়েল । প্রেম বা খোশ গল্প নয়, রীতিমতো সামাজিক বার্তা নিয়ে এবার পুজোয় দর্শকদের চমকে দিতে চান মল্লিক বাড়ির কন্যা।







































































































































